অতন্দ্র প্রহরী
ফয়সাল আবছার
আমি সৈনিক, আমি অদম্য।
আমার মনোবলকে পাহাড়ের সাথে বেধেঁ দিয়েছি।
দু'জনেই দু'জন কে আঁকড়ে ধরেছে,
পাথরে পাথর চিনে,
অপ্রসন্নতার পরাধীনতাও সে কথা জানে,
তার উদারতা একজন দেশপ্রেমীর শানে।
আমি সৈনিক, আমি মহাপ্রলয়।
আমার শব্দহীন পাদচারণ,
দেশদ্রোহীর মনে ভয়ের সঞ্চারণ,
শত্রুর মনে দহনী-কম্পন,
উৎসুক বিশ্বাসঘাতকের মরণ,
সৈনিকের আঘাতের চিহ্ন রাখবে স্মরণ।
আমি সৈনিক, আমি সদা জাগ্রত।
আমার আঁখি নিদ্রাবিহীন পাহারাদার,
শত্রুর বুকে বিষমিশ্রিত শিকড় গেঁড়ে রাত পার,
স্বাধীনতার আতর ছিটাবো, বিজয়ী রাস্তায়।
দেশপ্রেমের মশাল জ্বালিয়ে দিয়েছি, আমার আত্মায়,
আমি সৈনিক, আমি অর্ধকৃত,
আমার প্রাণ দেশের নামেই উৎসর্গকৃত,
আমার দেহ মাঝখানে দু'ভাগ,
কবরে কিংবা সীমান্তের কাঁটাতারে ঝুলে আছে ্
আমার হৃদয়ে মিথ্যার স্থান নেই,
সত্যর কাফন মাথায় বেঁধে নিয়েছি,
দেশে রক্ষায় আমৃত্যু সংগ্রাম।
আমি সৈনিক, আমি অতন্দ্র প্রহরী,
স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষাত্বে,
দেশের মাটি ছুঁয়ে আমার শপথ,
কেটে যাবে সব বিপদ,
রক্ত দিবো, মাটি দিবো না,
এক ফোঁটা প্রাণ থাকতে স্বাধীনতা ছাড়বো না।
আমি সৈনিক, আমি দুর্বার।
বজ্রপাতের অভিমুখে যাত্রা আমার,
সাধ্য নাই আমাকে থামাবার,
দেশের তরে ছেড়েছি পরিবার,
অনিশ্চিয়তার জীবন নিয়ে শান্তনা দিয়েছি,
আমি আসবো ফিরে আবার।
কবি পরিচিতিঃ- নাম ফয়সাল আবছার। ১৯৯৯ সালের ২ রা মে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পুর্ব কাটগড় গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের এইচএসসি কমপ্লিট করে ব্যাক্তিগত সমস্যার কারণে পড়াশোনার ইতি টেনে প্রবাসে পাড়ি জমান। প্রবাসের জীবনে একাকিত্ব কে সঙ্গী করে রচনা করেন বেশ কিছু গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য একক কাব্য গ্রন্থ "বিধ্বস্ত সমাজ" যৌথ গ্রন্থ "শীতল কাব্যের শিহরণ, রঙিন কাব্য, অঘ্রাণের মাঝরাতে শিশিরের ঘ্রাণ, এই গ্রামে জন্ম আমার, নির্বাচিত প্রবাসীর কাব্য ইত্যাদি। এছাড়া বেশ কিছু লেখা বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.