অধ্যবসায়ের জয়গান
রিহাম নুয়াইমা তুলি
মনুষ্যের অন্তরে সুপ্ত প্রতিভার ঘটে,
যদি অধ্যবসায় দ্বারা কেউ হাটে।
তবেই সফলতার প্রাচীরে,
যাবে সেই অচীরে।
থাকবে না আর ব্যর্থতা,
রবে শুধুই সফলতা।
ছিল কত জ্ঞানী গুনী,
তাদের মুখে অধ্যবসায়ের ধ্বনি।
আজও স্মৃতির পল্লব জুড়ে,
কেউ রেখেছে স্বয়ং মুড়ে।
চাও যদি সফল্যের মণি,
কুষ্ণ কর জ্ঞানের খনি।
স্বয়ং ক্লেশন পারে ছোঁতে,
সফল শৃঙ্গের রঙিন তুঁতে।
অতঙ্গে মন তাদের থাকে,
যাদের জীবন তামস্রের বাকে।
তাদের ত্রাস বিদ্যাভাসে,
আঙ্গুল তাদের অধ্যাবসায়ের কাছে।
যখন অধ্যবসায় ধিক্কার তরে,
তখন জীবন স্খলনে মরে।
স্বীকার করে স্বীয় অপযশ,
দিলে আন অধ্যবসায়ের বস্।
স্লোগানে জাগ্রত কর জাতি,
জয়গানে অধ্যবসায়ই সাথি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.