
অন্য ডোপামিনে
সালমান শ্রাবণ
ফেসবুক স্ক্রল করতে করতে
ক্লান্ত,
বিকেলটা চলে যায়।
রাত নেমে আসে।
তোমার টাইমলাইনে
আমার দেখা মেলে না;
মেলে না?
অপেক্ষা—
সকাল থেকে,
সে কমেন্টের সদুত্তর পেতে।
তুমি কি সেটা দেখো না?
না কি দেখেও
গা ভাসিয়ে দাও
অন্য ডোপামিনে!
মেসেঞ্জারে,
সে কবে তোমায় এক্টিভ দেখেছি?
মনে পড়ে না।
মেসেজ দিলে
মনেহয় শূন্যে ঢিল ছোঁড়া।
চায়ের কাপে শীত নেমে গেছে।
ল্যাম্পপোস্টটার আলো
আগের থেকে হলদেটে।
আমি ইচ্ছে করেই রাত জাগি না।
রাত জাগলে হ্যালুসিনেশন হয়।
স্লিপিং ফিল,
আর মুড স্টাবলাইজার গিলে,
ছটফট করতে করতে
ঘুমিয়ে পড়ি।
সকাল হয়—
আবার সকাল হয়।
তোমার রিপ্লাই আসে না।
এখন তোমার ডোপামিন কীসে রিলিজ হয়?
ফ্রন্টাল লোবে কি এখনো আমি আছি?
না কি একঝাঁক ফলোয়ারের কাছে
সেটা বিলি হয়ে গেছে?
কবিতা পরিচিতিঃ

নাম:সালমান শ্রাবণ
পিতা: আবুল কালাম
মাতা : শিরিনা আক্তার
ঠিকানা: ফেনী সদর, ফেনী
পেশা : ছাত্র
শখ: লেখালেখি
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.