কবি পরিচিতিঃ- মোঃ রাকিবুল ইসলাম। গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলায় ২০০০সালের ০৭ই এপ্রিল জন্ম ।পিতা মোঃ আমিরুল ইসলাম। মাতা মোছাঃ রাহনুমা বেগম। পড়াশোনা শুরু গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল। মাধ্যমিক গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।উচ্চ মাধ্যমিক রংপুর কারমাইকেল কলেজ রংপুর।বর্তমানে অধ্যায়নরত জয়পুরহাট সাইবারটেক পলিটেকনিক ইনস্টিটিউটে,জয়পুরহাট।
অপেক্ষা
মোঃ রাকিবুল ইসলাম
আমার জন্য তুমি অপেক্ষা করতে পারবে
এই ধরো বছর পাঁচেকের মতো,
একটা সরকারি চাকরি পাওয়া পর্যন্ত
অপেক্ষা করতে পারবে আমার জন্য।
মনে করিও না আমি তোমায় উপেক্ষা করছি
আমি তোমার কাছে একটু সময় চাচ্ছি।
দিবে তো আমায় একটু সময়!
করবে কি আমার জন্য একটু অপেক্ষা?
আমি যে আমার পরিবারের কাছে দায়বদ্ধ,
যারা আমার তেইশ বছর ধরে লালন করছে
আমি যে তাদের কাছে দায়বদ্ধ।
তারা যে আমায় নিয়ে স্বপ্ন দেখে,
তা পূরণ করবার দ্বায়িত্ব যে শুধুই আমার।
যদি পারো আমার জন্য একটু অপেক্ষা করিও,
আর যদি না পারো তবে আমায় যেও ভুলে
ভেবে নিও সবই ছিল নিয়তির বিধান।
যদি পারো অপেক্ষা করিও অপরিচিতা,
আমি আবার আসিব ফিরে বছর পাঁচেক পরে।
আরো পড়ুনঃ-
১। কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন
২।কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.