অভাব আমায় শিক্ষা দিলো
আরণ্য সুজন
অভাব আমায় শিক্ষা দিলো নিষ্ঠুর হতে ভাইরে,
বিপদে কেউ টাকা চাইলে বলতে হবে নাইরে।
অভাব আমায় চিনিয়ে দিলো নিষ্ঠুর এই দুনিয়াটা,
অভাবের দিনে কেমন হয়, সুখের দিনের বন্ধুটা।
অভাব আমায় বলে দিলো চলবি হয়ে সংযম,
চালের মটকায় চাল থাকলেই করবি না হজম।
অভাব আমায় বলছে সদা ফিসফিসিয়ে কানে,
অভাবটারে মাথায় রাখিস সুখেরও দিনে।
অভাব আমায় চিনিয়ে গেলো টাকা কী জিনিস,
টাকা না থাকলে আপনও পর মনেতে রাখিস।
অভাব আমায় বুঝিয়ে দিলো হাঁটতে গেলে শুন্যহাতে,
মাঝে মাঝে চোখ আটকে যায় ভিকারীরও থালাতে !
অভাব আমায় দিয়ে গেলো মস্ত উপহার,
"মধুরসে বন্ধু সবাই, বিপদে কে কার?”
অভাব আমায় গেলো কয়ে চড় খসিয়ে গালে,
নিজের গোছা বেঁধে তবে খবর রাখিস পরে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.