অভিশাপ
পুষ্পের সৌরভ
পরিত্যক্ত নোট ডায়েরির সহস্র পৃষ্ঠা তন্নতন্ন করে দোষী, উপহাস, সাব্যস্তের সন্ধান পাইবে না কোথাও ।
প্রতিটি পাতা আপন ধ্রুব সাগরের জলে স্নান করিয়াছে।
পৃষ্ঠার অন্তরাল হতে নিরব শব্দ চিৎকার বইছে, হে বৎস নিতে পারছি না তো আর!
এই শব্দমালা আপন দেহ হতে রূহ বিচ্ছিন্ন করে দিচ্ছে "
জোরালো ভূমিকায় কাগজের বুকে মুড়িয়ে দিয়েছি, এখানেও পাপ মোরে গ্রাস করে নিয়েছে।
মুঠোয় বন্দী কলমটি ও বিরক্তির সহিত বলে উঠছে আমি ব্যার্থ এই ভূমিকায়।
বলপেনটি যেন মস্তক থেকে ছিটকে যাচ্ছে "
শব্দচয়ন গুলো গুনগুনিয়ে কান্নাকাটি ধরলো !
গম্ভীর কণ্ঠে বলে উঠতে লাগলো এভাবে মোদের উপর অত্যাচার করো না "
আপন ভাবা হাতখানিও ব'লে উঠলো ঝিমঝিম করছে, ভীষণ কষ্ট হচ্ছে এই শব্দ মালা পৃষ্ঠার বুকে চাপতে "
তাহার দেওয়া অভিশাপ গুলো টপকে গিয়ে যেন সবাই সমস্বরে চিৎকার দিয়ে বলছে তুমি একটা অত্যাচারী স্বৈরশাসকের ন্যায় , আল্লাহ তোমার অমঙ্গল করুক।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.