অমানিশার প্রহরী
মদিনা তাবাসসুম
অমানিশা আসে যদি
জ্যোৎস্নার শেষে,
পথ হারা যদি হও
আধারের দেশে,
প্রয়োজনে আমি হব
জোনাকির আলো,
মিটিমিটি জ্বলে দেবো
দূর করে কালো।
তবু যদি চলে যাও
এ হৃদয় ছেড়ে,
ভাষা হীন চলে যাও
শুধু মাথা নেড়ে,
আঁধারে আমায় রেখে
একা করে দিয়ে,
চলে যাও যদি তুমি
অভিমান নিয়ে।
ডুবে যেতে চাও যদি
ডুবে যেতে পারো,
নিরবেই হৃদয়ের
কাছে এসে আরো।
ছেড়ে যেতে চাও যদি
সীমানার শেষে,
না দেখাও মুখ যদি
আরো কাছে এসে,
দূর থেকে চেয়ে আমি
রব পাহারায়,
চোখ থেকে চাঁদ যেন
তবু না হারায়।
জেনে রেখো,
যখন চারিদিক ঢেকে যায়
অন্ধকারে,
যখন প্রিয়জন চলে যায়
অভিমান নিয়ে,
তবু হৃদয়ের গভীরে
জেগে থাকে নিরব এক প্রহরী
যে শুধু আলো নয় —
আঁধারেও পাহারা দেয়
তোমার মুখশ্রী।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.