অর্থ চাই
এম. কে. জাকির হোসাইন বিপ্লবী
অর্থ চাই জীবনে ততটুকু
যতটুকু প্রয়োজন জীবন চলার তরে,
আমি চাই না সেই অর্থ জীবনে
যে অর্থ মানুষকে পরিনত করে পশুতে।
অনেক অর্থবান দেখেছি এই সমাজে
মনুষত্ব নাই তাদের ভিতরে।
দিনমজুর রয়েছে যারা ভবে
মানুষ মনে করে না তাদেরকে।
খুরমা পোলাও দিয়ে নাস্তা করে
সারাক্ষণেই চলে তারা অর্থের দাপটে,
পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে মরে
দৃষ্টি যায়না তাদের সেইদিকে।
প্রীয় নবি বলেছেন হাদিসে
একবেলার খাবার যদি থাকে তোমার ঘরে,
প্রতিবেশিকে দাও তা দান করে
প্রভুর কাছে চাও তুমি মোনাজাতে।
অর্থবান আছে অনেক সমাজের মাঝে
খারাপ আচরণ করে কাজের লোকের সাথে,
ধর্মীয় অনুষ্ঠানে ওয়াজ মাহফিলের মাঝে
দানবীর সাঝে সে লোক দেখানোর তরে।
অর্থ যদি দাও গো প্রভু, তুমি আমাকে
প্রার্থনা করি আমি তোমার কাছে,
দানবীর হই যেন সাহাবীদের মতো
উসমানের মতো হিম্মত দিও আমাকে।
সংক্ষিপ্ত পরিচিতিঃ
এম.কে জাকির হোসাইন বিপ্লবী
পিতাঃ মোঃ আব্দুস সাত্তার
মাতাঃ মৃতঃ জাহানারা বেগম
জন্মঃ ২\৬\২০০৩সুনামগঞ্জ জেলায় শাল্লা উপজেলা শশারকান্দা গ্রামে।
যৌথ প্রকাশিত বই,রক্তে ভেজা একুশ,তুমি আসবে বলে,আমার হিয়ার মাঝে এবং মাসিক মৌমাছি ম্যাগাজিনে লেখা প্রকাশ হয়।একক প্রকাশিত বই সূর্যহীন পৃথিবী কর্মহীন জীবন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.