অশ্রু বিসর্জন
রাহমা জাকিয়া
বলতে না পারা কথা গুলো আজ
জড়ছে চোখের জল হয়ে..
কষ্টেরা হাহাকার করে চলছে
বুকের ভেতর বয়ে..
স্বপ্ন গুলো হারিয়ে আজ
কাঁদছে অবিরত..
সব ইচ্ছের দাফন হলো
ছিলো মনে যত..
না বলা শব্দ গুলোর চিৎকার
শুনেনা আজ আর কেউ..
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে
বুকে তীব্র যন্ত্রণার ঢেউ..
হাতটি আমার আগলে বুকে
মন তবু চাই প্রিয় ফিরে এসো..
চিন্তা কিসের আমি আছি
বলে মুচকি তুমি হাসো..
প্রিয়জন হারানোর কষ্টে আজ
কাঁদছে অবুঝ মন..
নীরবে নিভৃতে মন ভাঙ্গতেছে
দিচ্ছে অশ্রু বিসর্জন..
পরিচিতিঃ-
নামঃ রাহমা জাকিয়া
পিতাঃ মোহাম্মদ তৈয়ব,
মাতাঃরাবেয়া খাতুন
জন্মঃ ১৫-০৫-২০০২ ইং,,
কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়া পাড়া গ্রামে জন্ম।
শখের বসে এক আধটু লেখালেখি করি,,
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.