আগন্তুক বিহঙ্গ
রাইমানুর ইমা
উৎসর্গঃ ইতু
লাল হলুদ কৃষ্ণচূড়ার মেলায়,
এক আগন্তুক বিহঙ্গ কড়া নেড়েছে
মম বিষণ্ন চিত্তে এই অবেলায়।
এই বিহঙ্গ গুমড়ো বারিবাহের বিষণ্ন দুপুরে
এনে দিয়েছে ঝিলিমিলি রোদের সোনালী ঢেউ
অনুভবে পেয়েছি যেন অন্তর আত্মার কেউ।
নিস্তব্ধ নির্জন হাহাকার বিকেলে
এই বিহঙ্গ মম সনে হৃদের আলোড়নে
রোমাঞ্চের খেলা খেলে ;
অন্তর্হিত আমি আনমনে তারে পেলে।
সেই বিহঙ্গের খোঁজে গিয়েছিলাম চাঁদের হাটে,
সহস্র বিলিয়ন পথ পেরিয়ে
খোঁজেছিলাম তেরোশত স্রোতস্বিনীর ঘাটে,
আকাশের মাঝে তারে খোঁজে লিখেছিলাম শত কাব্য
আমার গল্প উপন্যাসের মলাটে।
বিষাদের সাথে হতাশার পথে
স্তব্ধতায় শান্তনা দিয়েছিলাম- নেই সে মম ললাটে,
আজ পেয়েছি তারে আমার প্রণয়ের ঘাটে।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
★ কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন
★ কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল
★কবিতার শিরোনাম বাঙালির বিশ্বজয়, কলমে আবু নাঈম সেজান
★ কবিতার শিরোনাম কল্পনা, কলমে আয়েশা সিদ্দিকা
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.