আপনারও কি এমন হয়
রোকসানা ইসলাম
আমার পাড়ায় মেঘ করলে
আপনার পাড়ায় বৃষ্টি নামে?
আপনার কথা ভাবলে অনেক
খাওয়ার সময় হেঁচকি উঠে?
আমি একটু কান্না করলে
আপনার কি দুঃখ লাগে?
আপনার নামে লিখলে চিঠি
কথা গুছান আপনিও কী?
রাতের আধাঁর জোৎস্না গিললে
আমার কথা পড়ে মনে?
গাছে কাঠগোলাপ ফুল হলে
আমার চুলের কথা মনে পড়ে?
কালো পাঞ্জাবির বোতামটাতে
হাত বুলান কি চুপিসারে?
আমার চোখের কাজল ধুলে
আপনার মন রাগ করে?
আমার ফোনটা ব্যাস্ত পেলে
দীর্ঘশ্বাসে বুক ফুলে?
আমার নদীর স্রোত হলে
আপনার নদী যায় মরে?
শাড়ির আঁচল উড়লে হাওয়ায়
আপনার চোখ পলক ফেলে?
আমার শরীরের ঘ্রাণটা কি
আপনাকে খুব বুদ করে?
আপনার নামে কবিতা লিখলে
শিহরিত হয় কি মন?
আমার আকাশে মেঘ করলে
বৃষ্টি থাকে, নাকি রৌদ্র সারাক্ষণ?
আরো পড়ুন এবং লেখুনঃ- অনুমতি / দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.