আমারও তো
রুবাইয়া রাওফুন
আমারও তো তোমার মতো বাঁচতে ইচ্ছে করে!
এই ধরোনা, হুট করে কাউকে না বলে ঘুরে এলে,
কখনো ইচ্ছা হলো তো বসে পরলে রাস্তার দ্বারে,
হাতের গিটারটা নিয়ে শুরু করলে প্রিয় গান।
আমারও তো ইচ্ছা হয়!
বন্ধুমহল যখন দূরে কোথাও যায়,
আমিও যাই চলে ঠিক তোমার মতো করে।
ইচ্ছে হচ্ছে গান গাইবার, গেয়েই ফেলে
সব লোকলজ্জা ভুলে।
আমারও তো ইচ্ছে হয়,
সন্ধ্যা লগনের ও পরে
নীড়ে যাইবো ফিরে,
পূর্ণিমার চাঁদ দেখবো,
কোন নদীর রাতের গান শুনবো,
ঠিক তোমার মতো করে।
আমারও তো বাঁচতে ইচ্ছে করে!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.