আমার আমি
আলফিন মল্লিকা
আমি চঞ্চল, আমি আবেগি,
তবে নই আমি কোনো রূপসী।
আমি ঢুষ্ট মিষ্টি গল্প প্রিয় মানসী,
তবে নই আমি কোনো ছলনাময়ী।
আমি স্তব পথে হেঁটে যাওয়া,
এক সঙ্গহীন পথিক।
তবে নই আমি কোনো মনুষ্যত্ববিহীন রমনী,
আমি ধার্মিক নৈতিকতায় অনুরাগী,
তবে নই আমি কোনো মিথ্যা আশ্বাসের অনুরাগী।
আমি অসহায় মানুষের জয় গান,
নই তবে আমি কোনো বিশ্বাসঘাতনি,
শুধুই আমার আমি নিতান্তই প্রকৃতি প্রেমি।
কবি পরিচিতঃ কবি আলফিন মল্লিকা ময়মনসিংহ জেলার ধানী খোলা ইউনয়ন পশ্চিম কাটাখালী গ্রামে ২০০৬ সালের দোসরা ফেব্রুয়ারি এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মো: আবদুল আজিজ মল্লিক কৃষক, মাতার নাম ফিরোজা খাতুন গৃহিণী, কবি ছোট বেলা থেকেই সাহিত্য অনুরাগী নিজের লেখা কবিতা গান ছন্দ নিয়ে স্কুল জীবনে বান্ধীদের বিনোদন দিতেন। তার লেখা প্রায় ছয়টির মতো কবিতা বিভিন্ন পত্রিকায় ও ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। এখনো বেশ কিছু কবিতা ও গল্প তার বিভিন্ন পএিকায় ও ম্যাগাজিনে আসবে। কবিতা তার হৃদয়ের গহীনে জড়িয়ে আছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.