আমার মা
উম্মি হুরায়েরা বিলু
মা যে আমার গুনে ভরা
সকল কাজের কাজী,
পৃথিবীর আলো দেখাতে আমায়
জীবন রেখেছে বাজি।
মায়ের মতো এতো আদর
কেউ তো করে না,
মায়ের মতো এমন আপন
কেউ তো হবে না।
মায়ের মতো আপন কেহ
হয় না যে আর এ ধরায়,
অতুলনীয় মা যে আমার
মায়া মমতা ভালোবাসায়।
মায়ের মতো ভালোবাসা আমি
আর কোথাও পাই নি,
অপরূপা তুমি অনন্যা তুমি
সকলে গুনের রানী।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.