
আমি এক নীরব রাতের গান
কবি : সালমান শ্রাবণ
আমি এক করুণ ভোরের মুখ,
সূর্য অবনত—এক বিষাদ অসুখ।
যে পাখি হারানো দিন গেয়ে গেয়ে ওঠে,
আমি তার কণ্ঠ থেকে ঠোঁটে
বিচ্ছুরিত হই।
আমি এক সূর্যাস্তের বিলীন আঁধার,
বিস্তীর্ণ আকাশ ভরা
সঙ্গীহীন পাখির সাঁতার।
নদীর নীরব জল — টলমল শাপলার প্রাণ—
বাতাসের মৃদু দোল,
হিমায়িত গান।
আমার যে গান লেখা খাতার পাতায়,
নিহত নক্ষত্র যেন জাগে তার দায়।
ভোরের আকাশে তার নিষাদ সংহার—
বলে যে, বিনিদ্র রাত
কত দূরে তার।
আমার প্রেমিকা—প্রিয় পৃথিবীর জল,
সমস্ত চেতনা জুড়ে
জ্বলে অনর্গল।
কবে সে আমার হবে,
জানি না সে ক্ষণ—
সঙ্গীহীন প্রাণে কাঁপে অনন্ত জীবন
আমি এক নীরব রাতের গান,
সুরহীন শ্বাসে—
মাঠের উপর একা,
উত্তরী বাতাসে।
ধীরে ধীরে ক্ষয়ে যাই পৃথিবীর থেকে;
বলে না তো— থেকে যাও—
কেউ আর ডেকে।
চলে যাই—চলে যাই,
থাকে অভিমান
থাকে ছায়া কবিতারা দীর্ঘশ্বাস ম্লান
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.