
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ৭:৫৮ পি.এম
আমি এবং প্রাক্তন কলমে জান্নাতুন নাঈম ইরা

আমি এবং প্রাক্তন
জান্নাতুন নাঈম ইরা
আমি আর প্রাক্তন,
দেখা হয়েছিল সেই রাস্তার পাশে
ব্যস্ত শহরের কোন এক অজানা গলিতে
ফুটপাতের পাশে।
আছো সেই আগের মতই
এলোমেলো চুল আর ময়লা,
গামে ভেজা শার্ট
একটু ও বদলাও নি দেখছি।
তুমি মুচকি হেসে বললে,
সবাই বদলে যায় না প্রিয়
তা আছো কেমন?
ভালো আছো নিশ্চই।
ভালো থাকার জন্যই তো সেদিন ছেড়ে চলে গিয়েছিলে
থাক সেসব কথা।
চলো পার্কের বেঞ্চিতে বসে
একটু কথা বলা যাক
পুরনো সব কথা ভুলে গিয়ে।
আমি বললাম, ভালো আছি।
একটু ও বদলাও নি দেখছি
কবে শুধরাবে তুমি?
তুমি সিগারেট টান দিয়ে বললে,
আমি আর কোন দিন শুধরাবো না।
ভালো থাকার জন্য ছেড়ে চলে গিয়েছিলে
ভালো আছো এটাই সব কিছু।
আমি রেগে গিয়ে বললাম ,
তোমায় না বলেছি সিগারেট খাবে না।
তুমি বললে, তুমি ও কথা রাখো নি
তাই আমিও কথা রাখিনি
কেউ কথা রাখেনি।
বললাম, বিয়ে করেছ?
তুমি হেসে বললে, কাউকে কথা দিয়েছিলা
তাকে ছাড়া কাউকে আপন করব না
তাই বিয়ে করিনি।
তারপর সিগারেট টানতে টানতে
চলে গেলে তুমি আনমনে
তারপর -
আমাদের আর কখনো দেখা হয়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.