আমি তোমার জন্য একটি টাইম মেশিন বানাবো
কলমে ফাহাদ আজিজ
খুব বেশি কিছু না পারলেও, আমি তোমার জন্য টাইম মেশিন বানাবো
আমার অস্তিত্বে কখনো তোমার অস্বীকৃতি থাকবে না
তুমি বলতেই পারো, তা আমি আমার জন্য করছি;
কারণ তোমায় নিয়ে গড়া এক নিঁখুত জগতের ইল্যুশনে আমি বেঁচে থাকি।
তুমি বলতেই পারো, এসব তোমার চাওয়ার তালিকায় থাকে না।
টাইম মেশিন বানানো একটি অর্থহীন সময় হত্যাকারী চিন্তা।
সময় চলে গিয়েছে এবং তার দিকে ফিরে তাকানোর অবকাশ তোমার নেই।
কিন্তু যে অস্তিত্বের সংকটে আমি ভুগি,
সে অস্তিত্বের থেকে বেশি কিছু তোমার কাছে আমি পৌঁছাতে পারি না।
খুব বেশি কিছু না পারলেও, আমি তোমার জন্য টাইম মেশিন বানাবো।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.