ঈদ
কলমে উম্মি হুরায়েরা বিলু
রোজার শেষে নীল আকাশে
উঠলো বাঁকা চাঁদ,
ধরার বুকে আসছে ফের
আসছে ঈদের রাত।
গরীব দুখী সবার মাঝে
বিলিয়ে দিবো সুখ,
ঈদের দিনে দূর হবে
আছে যত দুখ্।
সেমাই পায়েস খাবো মোরা
তৃপ্তি সহকারে,
সাধ্যমতো বিলাবো খাবার
গরীব দুখীর দ্বারে।
সাধ্য হলে নতুন জামা
কিনে দিবো তাদের,
ঈদের দিনে নতুন জামা
কিনা হয় না যাদের।
ঈদের খুশি সবার মাঝে
বিলিয়ে দিবো আমি,
গরীব দুখীর মুখের হাসি
অনেক বেশি দামী।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.