উত্তপ্ত পৃথিবী
নারগিস খাতুন
একটি গাছ একটি প্রাণ
আজ প্রাণ নিয়ে হয়েছে টানা পরা
গাছ লাগাও প্রাণ বাঁচাও
সবাই দিচ্ছে শ্লোগান।
হাজার হাজার টাকা দিয়ে
ক্রয় করছে এসি,
তবুও ক্রয় করেনা কেও
একটি গাছের চারা।
আমি এক দুখী গাছ
ধ্বংস করছো আমার বংশকে
তবুও দিচ্ছি তোমাদের O2
নিচ্ছি আমি প্রতিনিয়ত CO2
আমি তোমাদের সেই প্রিয় পাখি
আমার আওয়াজে ঘুম
ভাঙ্গে তোমাদের রোজ সকালে,
এলারাম নিয়ে করছো আমাদের ধ্বংস।
করছো গাছ ধ্বংশ করছো
আমাদেরই বাসস্থান শেষ।
উত্তপ্ত পুড়ছি আজ
বাচ্চারা তো হয়েছে শেষ।
মুর্শিদাবাদ ভারতবর্ষ
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.