উদাসীন
জেসমিন আক্তার শান্তা
মনে ছিলো ব্যথা তোর
দুচোখ ছিলো জল
মুখে ছিলো মিষ্টি হাসি
উদাসীন কেনো বল?
কিসের নেশায় যাযাবর তুই
অন্ধের মতে পথহারা
কোন মোহের লোভে আসিস?
হবি রে তুই সর্বহারা।
কোথায় যেন রজনী কাটে
অবহেলায় দিন পার
আবেগের ঢেউ কোথায় যেন
খুলে হৃদয়ের দ্বার ।
কোন আলোতে জ্বলে আজ
আগুনে পুড়ে মরিস
বিয়োগ বেলায় কাঁদায় কেন
কোন প্রান্তে আসিস?
ছুটে চলিস কেন দিগন্তে
পথিক হয়ে একা
নিষ্ঠুর এ ধরার বুকেতে
নাইতো কারো দেখা।
কিসের মায়ার বন্দী আজ
ভুলে গেলি সব
স্বার্থের লোভে মানব জাতি
আছে শুধু রব।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.