উপন্যাস বেরঙিন পথে শুরু হলো কথা ৫ম পর্ব
বাস্তব ঘটনা অবলম্বন করে
লেখিকা রেবেকা সুলতানা
হঠাৎ একদিন সৌরভ একটা কমেন্ট করলো ছোঁয়া পোস্ট এ..
কিছু দিন আগে ছোঁয়া পোস্টা করেছিলো। পোস্ট টা আমাদের দেশে কারেন্ট করুন অবস্থা নিয়ে ছিলো তাই হয়তো ছেলেটা পোস্টা দেখে কমেন্ট করে ফেললো..
"(কমেন্ট এ তাদের কথোপকথন গুলো)"
-কারণ এটা বাংলাদেশ।
"একটু ভাব দেখিয়ে ছোঁয়া রিপ্লাই দিলো.."
-হ্যা আমি জানি তা।
-যদি ভুলে যান তাই আবার মনে করিয়ে দিলাম..
-এত কষ্ট না করলেও পারতেন।
-আপনার জন্য এটুকু কষ্ট করতেই পারি।
-না, লাগবে না ধন্যবাদ।
-দিলেন তো প্যারেক মাইরা।
-এটা কোনো ব্যাপার না।
-কত ভালো ভাবে আগাইতেছিলো।
-কেন প্যারেক কি জায়গা মতো পড়ে না?
-মনে হয় একটু সাইডে গিয়া পড়ছে।
-এ জন্যই তো আবার কথা কন।
-আপনি ও এটাই চাইতেছিলেন মনে হয়?
-(একটু রেগে বললো) আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেয় মনে হয়..
~ অনেকক্ষণ কমেন্ট এ কথা হয়। সাথে কমেন্ট এর মধ্যে ছেলেটার সাথে হালকা করে ঝগড়া হয়ে যায়।
একটু পর ছেলেটাই ইনবক্স করে বলছে
- সব কথা কি কমেন্ট এ বলে পেলবেন?
~ছোঁয়া একটু বিরক্ত হলো আবার অবাক হয়ে মনে মনে বলছে এ কে রে বাবা মাত্র কমেন্টে রাগারাগি হয়ে গেলো তার মধ্যে, ইনবক্স। ভাবা যায় কি ফাজিল ছেলেটা...
- হ্যা আমি ও তাই বলছিলাম আমার কমেন্ট বক্স তো পুরাই পেলনেন।
- আর না পুরাই তে তো ইনবক্স করলাম।
~ছোঁয়া আর কোনো উত্তর দিলো না।
এর মধ্যে আদিব বোনের মাথায় উপর এক গাদা শার্ট রেখে বললো
-শার্ট গুলো তাড়াতাড়ি ধুয়ে দে তো কাজ আছে।
-আচ্ছা
চলবে
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।....
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.