এইচ এম শাহরিয়ার কবির একাধারে কবি, লেখক, গল্পকার, সম্পাদক, সংগঠক ও প্রকাশক। এইচ এম শাহরিয়ার কবিরের সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী সম্পর্কে জানুন...
এইচ এম শাহরিয়ার কবির। ২০০৩ সালের পহেলা জুন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভদ্রগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ তোফাজ্জল হোসেন এবং মাতা মোছাঃ সুফিয়া খাতুন । তিনি একাধারে কবি, গল্পকার, উপন্যাসিক, সংগঠক, সম্পাদক ও প্রকাশক। ছোটকাল থেকেই বই পড়ার প্রতি ছিল তার অনেক নেশা, পাঠ্যপুস্তক পড়ার ফাঁকে ফাঁকে গল্প, উপন্যাসের বই পড়ার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। অল্প বয়স থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন । লেখাপড়ার পাশাপাশি কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি লেখা শুরু করেন। বিভিন্ন বই, দৈনিক/মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশ হয়।
২০০৮ সালে নিজ গ্রামে অবস্থিত নূরানী মাদরাসা থেকেই তার শিক্ষাজীবনের সূচনা হয়, ২০১১ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় ২য় স্থান অর্জন করেন। অতঃপর পবিত্র কুরআনুল কারিমের হিফজ করার জন্য দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত বীরগঞ্জ নূরুল উলুম কওমীয়া হাফেজিয়া মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি হোন, দীর্ঘ ৩ বছর মেহনতের পর পবিত্র কুরআনু্ কারিমের হেফজ সমাপন করেন এবং ২০১৫ সালে অনুষ্ঠিত তানজিমুল মাদারিসিল কওমিয়া বোর্ডে পবিত্র হিফজুল কুরআন পরিক্ষায় ১ম স্থান অধিকার করেন। তারপর পবিত্র কুরআন ও হাদিসের উচ্চতর জ্ঞান অর্জনের ঢাকায় এসে লেখাপড়া শুরু করেন।
২০১৫ সালে একটি মাসিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু হয়, ২০২১ সালে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন একটি সাহিত্য সংগঠন যার নাম দেওয়া হয়, আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। এবং লেখকদের বই স্বল্প খরচে প্রকাশের জন্য চালু করেন একটি প্রকাশনী যার নাম দেওয়া হয় স্বপ্নের অনুভূতি প্রকাশন। এছাড়াও বর্তমানে তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন, এবং দৈনিক/মাসিক পত্রিকায় দায়িত্ব পালন করছেন।
তিনি সাহিত্য জগতে প্রায় অর্ধশতাধিক পুরস্কারে ভূষিত হোন, এর মধ্যে রয়েছে সেরা লেখক সম্মাননা, সেরা কবি সম্মাননা, সেরা সম্পাদক সম্মাননা, সেরা সংগঠক সম্মাননা ইত্যাদি।
লেখকের অনেকগুলো যৌথ বই প্রকাশিত হয়েছে
০১। সেদিন বৃষ্টি এসেছিল
০২। আলোর বানী
০৩। ধর্ষণ মুক্ত দেশ চাই
০৪। মানবতা আজ কোথায়
০৫। পড়ন্ত বিকেলের কাব্য
০৬। গল্পের তুলিতে আঁকা তারুণ্যের ছবি
০৭। একা বেঁচে থাকতে শিখ
০৮। হৃদয়ের কাব্য কথা
সম্পাদিত বই সমুহ
০১। স্বপ্ন যখন চোখের পাতায়
০২। বিশ্বে বাংলাদেশ
০৩। নীল আকাশের কথা
০৪। একুশে পদাবলি
০৫। চাঁদনী রাতের কাব্য
০৬। বাংলা আমার প্রাণ
০৭। স্বপ্নের অনুভূতি
একক বই সমুহ ( প্রকাশের পথে)
০১। অসহায় সেই মেয়েটি ( উপন্যাস)
০২। শেষ গন্তব্য ( গল্পগ্রন্থ)
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.