একাত্তরের চিঠি
ওগো আমার প্রাণের রপবান
আমার প্রাণের অফুরন্ত ও অজস্র ভালোবাসা নিও। আজ অনেক দিন হয়ে গেল তোমায় দেখেনি। না দেখলেও আমার হৃদয় জুড়ে তুমি। তোমার আমার অস্তিত্ব অনুভব ও অনুভূতিতে।
নিশচয়ই তুমি ভুলে যাওনি হারানো সেই স্মৃতিময় জীবনের কথা। ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হলে ফিরে এলাম তোমার কাছে। তোমার চোখে দেখেছি সেদিন অশ্রু। এ অশ্রু শোকের ছিলনা, ছিল বিজয় উল্লাসের।
একদিন পাক হানাদার বাহিনী আমাদের গ্রামে হামলা করে। সে সময়টা ছিল আশ্বিন মাস। আউশধানের সময়। আমরা দুজন মাথায় কচুরী পানা দিয়ে ডাহুক ছানার মতো নাক জাগিয়ে ছিলাম। মাথার উপর দিয়ে সো সো করে চলে যাচ্ছিল এসএলআর ও এলএমজির গুলি। ভয়ে চিৎকার দিতে চেয়েছিলে। পারোনি। আমাকে আঁকড়িয়ে ধরেছিলে প্রাণপণে। বন্যার সময় সাপ ও মানুষ একসাথে বাস করলেও কেউ কাউকে আক্রমন করে না।
ইতি
তোমারই যোদ্ধা
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.