এসেছে সে অসময়ের বৃষ্টি হয়ে
রাইমানুর ইমা
বৃষ্টিস্নাত টকটকে লাল কৃষ্ণচূড়ার সতেজতার প্রফুল্ল ভাব,
সবুজের বুকে হলুদের মেলায় নেই কোনো উচ্ছ্বাসের অভাব।
আনমনে গগণ পানে মেঘের ভেলা নিয়েছে আমায় ভাসিয়ে,
দূর্বাদলে লজ্জাবতীদের ভীড়ে নির্লজ্জ আমি ঠাঁই দাঁড়িয়ে,
প্রখর গ্রীষ্মের চৌচির চিত্ত হাহাকার তৃষ্ণার্থ
বারিবাহ জমছে যেন বিষণ্নতার বিজ্ঞাপনার্থে।
দৃষ্টিমাত্র মনে আসে অপেক্ষার অভিমানে,
ক্ষোভে বারি ঝরিয়ে সমাপ্তি ঘাটাবে
ছিল যত অপেক্ষার প্রহর।
কেউ যেন আসবে বলে বৃষ্টিস্নাত ঘাসফুল ময়দানে প্রেরণ করেছে প্রেমময় চিলকুঠে ভালোবাসার সুখবর।
সে যেন এসেছে আমার গ্রীষ্মের রৌদ্দোরে
অতৃপ্ত চিত্তে তৃপ্তি দিতে অসময়ের বৃষ্টি হয়ে
এসেছে মম হৃদে ভালোবেসেছে মম ভালোবাসারে।
আরো পড়ুন এবং লেখুনঃ- অনুমতি / দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.