এসো তবে
শোয়াইব মাহমুদ
সেজেছ কি বধূ?
গুজেঁছ কি খোপায় ফুল?
বলছ ‘কেন'? কারণ আমি ফুল আর
তোমাতে যে আকুল।
কতদিন হয়নি দেখা,
মন করেছে কি কভু উতলা?
এসো তবে, কফি খাওয়ার ছল করে
বলব কথা; যা হয়নি বলা।
দেখতে চেয়েছি বলে নীল শাড়ি পরে
তুলেছ কি ছবি?
স্মৃতিপটে আঁকতে তোমায়, আজও কত
উন্মননা কবি।
তোমার পছন্দের মাধবী লতায় ফুল ধরেছে থোকায় থোকায়,
নিবে না চেয়ে? এসো তবে ‘ভালোবাসি' বলে নিয়ে যাও, বিদায় লগ্নে চুমো তব আমায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.