ধর্ষিতা
আমাতুল্লাহ খাদিজা খুশি
আজ আমি নারী বলে
হচ্ছি কেন ধর্ষিত?
আমি কি নই ধর্ষকের কাছে
মা-বোনের মত সম্মানিত।
ধর্ষক তা বোঝেনা কখনো
খোঁজে তার স্বার্থ,
স্বার্থ তার ফুরিয়ে গেলে
হয়ে যাচ্ছি ঘৃনিত।
দিগন্তের ঐ বিশাল আকাশের মত
আমার ছিল কত শত যে স্বপ্ন,
ঘৃনিত এই ধর্ষিতা সমাজে
স্বপ্ন দেখা কি আমাদের সাজে?
সমাজে নেই আজ আমাদের
নারীর মর্যাদা,
সমাজের চোখে হয়ে গেছি
ঘৃনিত এক নষ্টা।
কুলাঙ্গারের এই সমাজে
ধর্ষিতা আমি লোকমুখে,
সকলের চোখে তাচ্ছিল্য আমি
সুখ আর কপালে নাহি জোটে।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.