
পথশিশু
মাহজাবীন তাসনীম রুহী
এই যে ছোট্ট হাতগুলো
রোজ সকালে ছুটে চলে
ইটভাটার ধুলো-মাটায়,
গাড়ির চাকার শব্দতলে।
খাতা-কলমের জায়গা যুগে
ইট-পাতিলের ভারী ওজন,
সকাল-বিকেল খাটুনি খাটে
শিশুর মুখে নেই তো ক্ষণ।
কোথায় তাদের গল্প লেখা?
কোথায় রঙিন স্বপ্নভরা দিন?
শৈশব যেন বেচে দিলো
দুঃসহ জীবনের বিনিময় বিন।
তাদের চোখে জমে থাকা
অরণ্যসম নির্মল ব্যথা,
কেউ শোনে না সেই কষ্ট,
কেউ ভাবে না তাদের কথা।
যদি সুযোগ পেতো ওরাও,
খুলতো জ্ঞানের নতুন দরজা
হয়তো এই দেশটাকে ওরাই
নিয়ে যেত মহান স্বপ্নে সাজা।
যাদের কাজ ছিল ভাবা
সময় নেই তাদের মনোযোগে,
তাই তো শিশুদের শৈশব আজ
হারিয়ে যায় দারিদ্র্যের রোজগারে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.