সাহসী নারীসত্ত্বা
মদিনা তাবাসসুম
নারী সৃষ্টি না হলে
করতে কী তুমি?
তখন আর পেতে নাকো
দেশকে মাতৃভূমি।
নারী শুধু নয়কো
পুরুষের অলংকার,
যুদ্ধেও গেছে তারা
দিয়ে জয়-ঝংকার।
যুদ্ধের নাম শুনেও
তারা থাকেনি বসে,
একাত্তরের মুক্তিযুদ্ধে
নারীরাও গেছে।
শোনোনি উম্মে আম্মারের কাহিনী,
চার পুত্র শহীদ হলেও
বিচলিত হননি।
শোননি কি,
হযরত মারিয়ামের কথা,
যার নামে অপবাদ
রটেছিল প্রথা।
পড়নি কি,
হযরত আছিয়ার কাহিনী,
শত অত্যাচারেও সে
আল্লাহকে ভোলেনি।
জানোনা কি উম্মে সালমা
কি করেছিল,
কঠিন সমাধানও
সে করে দিল।
জানোনা কি সুমাইয়া কি করেছিল
ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিল।
নারীরা আর থাকে না
ঘরের কোণে বসে,
পৃথিবীর বাইরেও
আজ তারা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.