কবি রূপক বরন বড়ুয়া'র গ্রন্থ আলোচনা
আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় অগ্রজ কবি রূপক বরন বড়ুয়া, রূপক দাদা। তিনি তিনটি কাব্য গ্রন্থের জনক।
দাদার কবিতায় সহজাত ঔদার্যবোধ ও নমনীয়তা যে কোন পাঠককে আকৃষ্ট করবে। তিনি শিল্পঋদ্ধ উপলব্ধিকে অসঙ্কোচে প্রকাশ করেন তার কবিতায়। কোন রকম আতিশয্যে না গিয়ে স্বতঃস্ফূর্ত বুননে লিখে যান তাঁর কবিতা। দাদার অ্যাকুরিয়াম' নামক সনেট কাব্য গ্রন্থটি পাঠকের মন ছোঁয়ে গেছে । এবার ২০২৩ বই মেলায় জন্য থাকছে দাদার দুইটি কাব্যগ্রন্থ
"অ্যাকুরিয়াম" ও "অন্তরীণ সুবোধের স্বর"
গ্রন্থ দুটির প্রতিটি কবিতা শিল্প সংহতি পেয়েছে। সবসময় কবি কবিতা লিখতে পছন্দ করেন।বাংলা সাহিত্যে অনেক সম্মৃদ্ধ করে কবির কবিতা। অনেক কিছু শিখা যায় দাদার কাছ থেকে।
এরই মধ্যে কিছু কিছু পাঠকের হাতে পৌঁছে গেছে বই দুইটি । রূপক দাদা অত্যন্ত উঁচু মানের লেখক। আগের বইগুলোও যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়েছে লেখার গুণগত মান সৌন্দর্য ও প্রকাশ কৌশলের স্বতন্ত্রতার কারনে। এই বইটিও পাঠক নন্দিত হবে ইনশাআল্লাহ।
আন্তরিক অভিনন্দন ও অনিঃশেষ শুভ কামনা রইলো প্রতিটি গ্রন্থের জন্য ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.