কবি রোকসানা ইসলাম রোসা'র পরিচিতি ও চারটি কবিতা
কবি পরিচিতিঃ-কবি রোকসানা ইসলাম রোসা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর কোনাঘাটা গ্রামে ২০০৩ সালের ১৭ই জানুয়ারি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি একাধারে কবি,ছড়াকার,গল্পকার ও ঔপন্যাসিক।
পিতা আবুল কাশেম, মাতা-ফেরদৌসী বেগম।
বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সমাজকর্মে স্নাতক (সম্মান) এ পড়াশোনার পাশাপাশি কয়েকটিজনপ্রিয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
তার প্রকাশিত কয়েকটি বই হলো "কলমের সৃষ্টি" যৌথ কাব্যগ্রন্থ( ২০২০-২০২১)
"দেয়ালের ওপাড়ে তুমি"যৌথ কাব্যগ্রন্থ প্রকাশকাল ২০২২ এর বইমেলা, সময়ের সুর প্রকাশন।
৬৪ জেলার কবিদের কবিতা নিয়ে "মানবতার কাব্য" (বিশ্বকল্যাণ পাবলিকেশন ২০২২ এর বইমেলা)
"মনের মাঝে তুমি" যৌথ কাব্যগ্রন্থ সময়ের সুর প্রকাশনী (২০২১-২০২২)
"আজও তুমার অপেক্ষায়"যৌথ বই সমযুগ প্রকাশনী,প্রকাশকাল ২০২১-২০২২
"অনুভূতির দেয়াল"যৌথ কাব্যগ্রন্থ সময়ের সুর প্রকাশন, প্রকাশকাল(২০২১-২০২২)
তাছাড়া অনেক পত্রিকা এবং সনামধন্য ম্যাগাজিনে লেখা প্রকাশ হয়েছে বিভিন্ন সময়ে।
সম্মাননা/পুরষ্কারঃ-ডাক বাংলা সাহিত্য পদক -২০২১(কলমের সৃষ্টি কাব্যগন্থের জন্য)
AMtv বাংলা এবং দৈনিক ফ্রন্টিয়ার এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ও সম্মাননা- ২০২২ অর্জন।
প্রতিভার খোঁজে সেরা কবি পদক-২০২২
সেরা কবি পদক ২০২১ (কাব্যগ্রন্থ-মনের মাঝে তুমি)
দিগন্তপত্র লিখিয়ে পুরষ্কার- ২০২২
এছাড়াও আরও অনেক রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান কর্তৃক সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পদক লাভ করেছেন।
১.
বাবা
রোকসানা ইসলাম
বাবা আমার বটবৃক্ষ
বাবা বড় ধন
খারাপ সময় পাশে থাকে
ভালো করে মন।
বাবা হলো তিমির আলো
মিটিমিটি জ্বলে
বাবা আমার উজ্জ্বল প্রাণবন্ত
স্বাধীনতার কথা বলে।
বাবা আমার পরম পাওয়া
ভীষণ আপনজন
আমার পথচলাতে সহায়ক
মূল্যবান হীরক।
বাবা আমার মহান শিক্ষক
চিনিয়েছেন সত্য ন্যায়
পাপ থেকে যেনো দূরে থাকি
শিখাতেন শব্দ ব্যায়।
বাবা আমার ভীষণ প্রিয়
ভালবাসি খুব
এই মানুষটা পাশে থাকলে
জাগে জয়ের লোভ।
২.
মা জননী
রোকসানা ইসলাম
মা জননী সুখের খনি
ওগো প্রিয় মা
আপনি ছাড়া একলা আমি
ভালো লাগে না।
আপনি আমার চাঁদ আঁধারে
তৃষ্ণা পেলে জল
আপনি আমার ভীষণ আপন
সুখের আলিঙ্গন।
মা জননী চোখের মণি
ওগো প্রিয় মা
আপনি ছাড়া এই আমিটা
রইতে পারিনা।
আপনি আমার ফুল কাননের
অঙ্গে হীরার সাজ
আপনি আমার দুনিয়ার সেরা
মহা মূল্যবান তাজ।
৩.
বোন
রোকসানা ইসলাম
একই সাথে বড় হওয়া
একই ঘরে খেলা
একই সাথে তার সাথে
কেটেছে ছেলেবেলা।
মারামারি ঝগড়াঝাটি
হাসি তামাশা
একই সাথে রোজ হতো
ছিলোনা বাধা।
একই ঘরে বেড়ে ওঠা
একই সাথে পড়া
আদর যত্ন সবই ছিলো
শাসনও ছিলো কড়া।
মা-বাবাকে অভিযোগ করা
কথায় কথায় তর্ক জোরা
একই কাপড় মিলে পড়া
ভালো খারাপের সঙ্গী তোরা।
বোন নামক শব্দের মহত্মটি
বোনদের দেখলেই বুঝি
মায়ের পর দ্বিতীয় শান্তির ছায়া
বোনের প্রতি বোনের মায়া।
৪.
ভাইয়া আমার
রোকসানা ইসলাম
ভাইয়া তুমি আপন খুবই
বাবার পর ভরসা
আমার খুশিতে হাসি থাকে মুখে
করোনা কভু ঈর্ষা।
ভাইয়া তুমি সব দিয়ে দাও
আমার হাসির জন্য
বিপদে-আপদে আগলে রাখো
তোমায় পেয়ে ধন্য।
ভাইয়া তুমি নিজের মানুষ
অতি আপনজন
এক মায়ের'ই গর্ভে ছিলাম
এক নাড়ীর বন্ধন।
ভাইয়া তুমি কষ্ট পাও
আমার দুঃখ দেখে
ভাইয়া তুমি আগলে নাও
আমায় খুব যত্নে।
ভাইয়া তুমি ভীষণ ভালো
যদিও একটু শাসন করো
জানি সবই আমার জন্য
তুমায় পেয়ে ছোট্ট বোনটি ধন্য।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.