প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ২:২৮ এ.এম
করতে হবে সংগ্রাম কলমে জেসমিন আক্তার শান্তা
জানতে হবে মানতে হবে
বলতে হবে কথা
শিখতে হবে লিখতে হবে
বুঝতে হবে তথা।
হাঁটতে হবে দোড়তে হবে
গড়তে হবে সুপথ
ধরতে হবে সত্যের বাণী
হতে হবে যে সৎ
লড়তে হবে সত্যের পথে
হতেই হবে বিজয়
রাখতে হবে যে মনে বল
ভুলতে হবে যে ভয়।
কুরআন হাদিস মানতে হবে
করতে হবে আমল
চলতে হবে দ্বীনের পথে
কর্মের পাবে যে ফল।
জাগতে হবে ভোরের বেলায়
পড়তে হবে নামাজ
তুলতে হবে দুহাত তবে
গড়তে হবে সমাজ।
খুলতে হবে আলোর দুয়ার
মেলতে হবে আঁখি
ডাকতে হবে প্রভুর নামে
প্রভাত বেলার পাখি-
ছাড়তে হবে অসৎ কাজ
করতে হবে সংগ্রাম
চড়তে হবে জ্ঞানের গাড়ি
মানতে হবে ইসলাম।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.