কষ্ট
জান্নাত স্মৃতি
যদিও আজ খুব একা।
তবুও চাইনা তোমার দেখ।
কষ্ট আসুক আমার মাঝে।
বালিশ ভিজুক সকাল সাজে।
কতশত কথা আর কত ভালোবাসা।
আজ সবই স্মৃতি আর শুধুই নিরাশা
স্বপ্ন ছিলো আশা ছিলো,ছিলো কত সুখ।
হাহাকার মন আজ ব্যাথিত না পাওয়ার অসুখ।
যার কথা মনে এলে রঙধনু খেলে।
তার সাথে দিন,মাস,বছর, দেখা নাহি মিলে।
পাথর চাপা এক বুকে কষ্টের সাগর খেলছে ঢেউ।
বিশাল ধরনীতে আজ আমি একা নাইতো আমার কেও।
তবুও চাই না তুমি আসো
আমায় নিয়ে স্বপ্নে ভাসো।
মিথ্যা আশ্বাস আর না পাওয়ার কষ্ট।
তিলে তিলে হচ্ছি শেষ মন আমার অতিষ্ট।
কতশত অব্যক্ত কথা রয়ে গেলো ডাইরির তরে।
পাতায় পাতায় জমে থাকা অভিমান থাক না আজ পরে।
বলবো না কখনো বলবো না ওরে।
তুমি শুধু ভালোবাসো মোরে।
যদি সত্যি ই ভালোবাসতে তবে কেন আজ এত দূরে?
যদিও পরে বার বার মনে।
তবুও আমি বলবো না ভুলিনাই তোমারে।
রাতের জোনাকির আলো আর বুনো মশকের গান।
নিবু নিবু প্রদীপ জেলে লিখছি না পাওয়ার আহবান।
রাত জাগা পাখিরা খেলছে অবিরত।
মন আমার ভিষণ একা কষ্টে জর্জরিত।
জীবনের সব সুর সব লিখা কবিতা।
তুমি ছিলে ভালোবাসা তুমি সবিতা।
কি হলো দিনশেষে? দূরে ফেলে দিলে।
ব্যাথায় আর্তনাদ মন কষ্ট খাচ্ছে গিলে।
সত্যি ই আজ আমি খুব একা।
তবুও চাইনা তোমার দেখা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.