কষ্ট দিতে চাই না
হাবিবুর রহমান
হাটার সময় আমি এমনভাবে হাটি
যেন মাটির বুকে
এক টুকরোও কষ্ট না লাগে,
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।
আমি মনুষ্যের সহিত কথা বলিবার কালে
আসতেই কথা বলি
শ্রোতার কর্ণ যেন ব্যথা না পাই
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চায় না ।
আমি শিক্ষকতার কালে পড়াইবার সময়
অল্প অল্প পড়াই
জোড়পূর্বক পড়াতে নারাজ
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।
আমার প্রেমিকাকে ভালোবাসি বলার সময়
তাড়াহুড়া করি নি
ভালোবাসি বলার উত্তর পেতেও জবরদস্তি করি নি
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।
সমাজ সংসারে আমি খুবই নম্রভাবে থাকি
সর্বদায় নিজের মতোই চলি
কারো পথের মাঝখানে দাড়াই না
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.