কিছু ভুল
কলমে রেবেকা সুলতানা
বুকের ভিতর যখন তীব্র যন্ত্রণাটা অনুভব হয়,
ক্ষত'টা যখন ঝলসে যেতে চায়।
যন্ত্রণা বেড়ে গেলে, বুকের বা পাশে হাত রাখা লাগে।
তখন অনুভব করেছি, আপনাকে ভালোবেসে বোকার মতো পুড়ছি।
আপনাকে ভালোবাসাটা ভুল ছিলো।
সময়'টা ভুল ছিলো,মায়া জমানো'টা ভুল ছিলো!
আজ ও যখন তীব্র যন্ত্রণায় ছটফট করি,
"আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দেন"।
হারাম! সেতো দুনিয়াভীত মহো।
আমি অনুভব করতে পারি,
আজ আমি যদি আল্লাহর প্রেমে মজে থাকতাম!
এ সকল দুঃখ করতে পারতো না আমাকে ঘ্রাস।
থাকতো না কোনো আপসোস!
থাকতো শুধু আল্লাহর প্রেম, আর অনুতাপ, অনুশোচনা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.