কিয়ামাহ
কলমে মারুফা ইসলাম সূর্মী
বিশ্বের চরম বিশৃঙ্খলায় যখন
পূর্ন হলো ধরা
কাফির মুশরিক হয়ে যাচ্ছে সব
হচ্ছে ইমান ছাড়া।
তবে কি এই সেই আগোমিত দাজ্জাল
জান্নাত জাহান্নাম বিপরীতপন্থী
উপমেয় দুহাতে যার।
চোখের ভ্রোমে দেখছে সবাই
চলে যাচ্ছে বিপথে,
জান্নাত রুপী জাহান্নামে
নিজের আবাস বাঁধছে।
তবে মানেনি সেই দামাল মুমিন
লড়াই করছে প্রতিপদে।।
সুআগমনের পথ চেয়ে থাকা
তব মুমিন হৃদয় বাঁধে আশা
স্বপ্ন বুনে মনে,
রুখতে দাজ্জাল আসবে
সে তো প্রভুর তরফ হতে।।
আচমকাই সেই মহাআগমন
মুমিন কর্তৃক দেশ শাসন
প্রতিক্ষার প্রহরে দিন গুনা শেষ
ইমাম মাহাদীর আগমনে দেখো
দাজ্জাল হলো নিঃশেষ
যে ছিল এক মহা প্রতারক
এক চোখা বিশেষ।।
কিয়ামাহ! সে এক মহা গর্জন
প্রলয়শিখা মহা তান্ডব।
উড়ন্ত পাহাড় তুলার ন্যায়
আকাশ তো হবে গলিত ধাতু।
পবিত্র কুরআন খুলে দেখো আজ
নেই কোনো শব্দ বাক্যের সমাহার।
ছুটছে কেনো লোক-জনবল
জোয়ান, বুড়ো,দূর্বল,সবল।
করছে কে তাড়া!
মা তার দুধের শিশু ছেড়ে
ইয়া নাফসি,ইয়া নাফসি মিছিলে কেনো দিশাহারা!
কি এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন
হাজির হবো ভাবিনি কোনো দিন
কিন্তু জানতাম হবে প্রলয়
চূর্ণ হবে পৃথিবী নিরালয়।
তবু ছুটেছি মরিচিকার পিছু
পড়িনি কোরআন, বুঝিনি কিছু
সময় নষ্ট করেছি হেলায়
পৃথিবী যে পরিক্ষা ক্ষেত্র
ভুলে গিয়েছিলাম সবাই।।
এ দুনিয়ায় ভালোবেসেছে যারা
এক নিমিষেই পর হলো তারা
মিছে মায়ার বাঁধন ছিন্ন করে
সবশেষ হলো একপলকে
তাই আফসোস যেনো না হয় বেলা শেষে
বাঁধো হৃদয় রবের ছায়াতলে।
যে দুনিয়ার মহোয় মগ্ন
সে পায়নি কিছু হাড়িয়েছে শুধু
সে পেলো আসল সুখের সন্ধান
যে হাড়ায়নি কিছু বরং
পেয়েছে মহান রবের ভালোবাসা অফুরান।।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
★ কবিতার শিরোনাম কল্পনা, কলমে আয়েশা সিদ্দিকা
★ কবিতার শিরোনাম বাঙালির বিশ্বজয়, কলমে আবু নাঈম সেজান
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.