কৃতজ্ঞতা
এ.আ.শ্রাবণ
ভালোবাসা, প্রেম, বিশ্বাস সবই ছিল আমাদের মাঝে,
কমতি ছিল কেবল দৃঢ়ভাবে হাত ধরে রাখার শক্তির।
তাই তো হালকা ঝোড়ো হাওয়ায় ভাঙলো সম্পর্ক,
ভিন্ন হলো উভয়ের চলার পথ,
দূরত্ব বেড়েছে দুটি শরীরের, হয়তো মনেরও।
তবে তাতে কোনো অভিযোগ নেই আমার,
নেই কিঞ্চিৎ পরিমাণ অভিমান,
অনুপস্থিত রাগ বা ক্ষোভের ছিটেফোঁটাও।
যতটুকু সঙ্গ পেয়েছি তাও বা আর কম কীসের!
জেনে রাখো আমি অকৃতজ্ঞ শ্রেণির অন্তর্ভুক্ত নই।
তোমার কারনে ই তো কবি হয়ে ওঠা,
পেয়েছি ভালোবাসার স্বাদ, প্রেমের মধুরতা,
অতঃপর বিচ্ছেদে জেনেছি নিজের অবস্থান।
কৃতজ্ঞ থাকার জন্য যথেষ্ট তা।
কৃতজ্ঞতা জানাই, হে রূপসী...
কবি পরিচিত নাম: এ.আ.শ্রাবণ। ৭ই জুলাই, ২০০৪ সালে চট্টগ্রামে জন্ম। বেড়ে ওঠাও চট্টগ্রামে। ২০২১ থেকে নিয়মিত সাহিত্য জগতে বিচরণ। কাজ করা হয়েছে বেশ কিছু স্থানীয় প্রত্রিকা ও ম্যাগাজিনে। |
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.