কেন ফুল হলাম না!
ফাহিয়া হক ইন্নী
বিধাতা যদি আরো একটি বার ফিরবার সুযোগ দিতো ,
এতে তেমন কি ই বা হতো ?
মানুষ নাইবা হতাম ,
ফুলকেই বেছে নিতাম।
ফুলেরা তো কোমলতা মুগ্ধতা ছড়ায়
ফুলের সৌন্দর্যে মানুষের মন হারায়
কথা না বললেও দেখাতেই প্রাণ জুড়ায়।
শুকনো ফুলকেও যত্নে রাখে ডায়েরী খাতায়
ঝড়ে পরা ফুলকেও মানুষ না কখনো পিষে পায় ,
ফুলের পাপড়ির উপর পা বাড়াতেও কষ্ট হয় ,
কিসের এতো মায়া ফুলেদের প্রতি ?
তারা তো কাঁদে না , ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয় না ।
ঠিক এজন্যই আমি ফুল হতে চাই
মানুষ হয়ে যা পাই নি তা যদি ফুল হয়ে পাই ,
পৃথিবীর মানুষের প্রতি কোনো ক্ষোভ থাকবে না।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.