ক্ষণিক ও সময়
নন্দিতা দাস
তুমি ক্ষণিক
আমি সময়।
কেন আজ এই দু'টি শব্দ
লাগছে তীব্র বিস্বাদময়?
দু'টি শব্দ একত্রে
যোগ না হলেও তো পারতো!!
সময় টা না-ই বা মনে নিলাম,
তবে ক্ষণিক কে কেন,এখনো মানতে পারছি না?
ওই ক্ষণিক শব্দটা কে বুঝতে গেলে
আমাকেও যে কারোর জীবনে,
সেই ক্ষণিক নামক শব্দটা,
চরিত্রের উপাধি হিসেবে গ্রহণ করতে হবে.!
এতে যদি বুঝতে পারি এই "ক্ষণিক সময়ের' মিলন খেলা,
কেন একত্রে হয়ে উঠে কারো জীবনের বিস্বাদ মেলা!
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.