
খালেদা জিয়া গেলো চলে
নাজমুন নাহার খান
খালেদা জিয়া গেলো চলে, নিভে গেলো দীপ্ত আলো,
বাঙালির হৃদয় কাঁদে আজ, শোকে ভেজা ভালোবাসার ছায়ালো।
নেত্রীর মতো দৃপ্ত নারী, ইতিহাসে খুবই কম,
যিনি জেল খেটেও সত্য বাঁচায়েছেন, বুক দিয়েছেন নির্মম।
শূন্য হলো রাজপথ আজি, মাইক নেই আর ডাকের,
তাঁর কণ্ঠে গর্জে উঠতো বঞ্চিতের অধিকারের।
গণতন্ত্রের চেতনাকে, যিনি করেছেন জাগ্রত,
সেই আলোর পথিক আজ, চলে গেলেন অনাগত।
ছিলেন তিনি লড়াকু এক মা, জাতির অভিভাবক,
যার স্নেহে হাসতো দল, উঠতো সাহসের ফোঁটায় ফোঁটায় সুরভিত বাক্য রাবক।
বিরোধী পথেও ছিলেন তিনি, নির্ভয়ে চালাতেন কথা,
সেই নারী আজ নিঃশব্দ, রেখে গেলেন শত ব্যথা।
হাসি মুখে বলতেন তিনি, "ভয় পেও না, আছি পাশে",
আজ তাঁর অভাবেই যেন, সময়টা বড়ই ফাঁসা।
চোখে জল আর মনে কাঁটা, দলবদ্ধ জনতার হৃদয়,
নেত্রী ছাড়া যেন আঁধার হয়, কেবল শোক আর নিদ্রায়।
তুমি গেলে রেখে দিলে, ইতিহাসের মহা গাথা,
খালেদা জিয়া, তুমি চিরকাল বেঁচে থাকবে পথ দেখানো কথা।
তোমার সাহস, ত্যাগ, ধৈর্য, গর্বিত এক পরিচয়,
বাঙালির চেতনায় থাকবে তুমি, শুন্যতা নয়, অমর জয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.