খেলোয়াড়
বখতিয়ার উদ্দিন
এক দিন দুই দিন গিয়ে দেখি মাঠে,
শত শত খেলোয়াড় দেখ আছে বসে।
পক্ষে বিপক্ষে সেখানে নাহি যেন বটে
এমন করে যে আজ মাঠ কেটে আসে।
শেষে আমি এক পক্ষ বাকি সবে ঘটে,
আমার বিপক্ষে তবে তেড়ে তেড়ে হাসে।
আমিও যে খেলে যায় যত শক্তি রটে
শেষে দেখি কেউ নেই আমি উঠি ভেসে।
এমনি চার পাশের মানুষেরা যেন
ভাগ্যকে ফুটবল করে যেন ধরে।
যার যে ইচ্ছে জীবনে লাথি যেন মারে,
একদিন যে বিরোদ্ধে সবে যায় কেন?
খেলোয়াড় বুঝে খেলি যত শক্তি দিয়ে
কত দেখি শেষে মরে গোল যেন খেয়ে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.