গাছ লাগাও পরিবেশ বাচাও
~ আনজানা ডালিয়া
আমার কোন বাড়ি নেই,
মেয়েদের নাকি কোন বাড়ি থাকেনা,
বাবার বাড়ি, স্বামীর বাড়ি, আর কবর বাড়ি।
আমার যদি একটা বাড়ি থাকতো,
ছোট্ট একটা বাড়ি,
রাধাচূড়ার গাছ দিয়ে গেইট বানাতাম,
ছোট্ট একটা পুকুর থাকতো,তার পাড়ে কৃষ্ণচূড়া
আর গন্ধরাজ লেবু গাছটা থাকতো আমার রুমের জানালার পাশে।
সদর দরজায় দিতাম দুটো রঙন
আমি বসে রঙনের রঙ বদলের খেলা দেখতাম।
হাতে বোনা সুতোর দোলনা ঝুলাতাম ওই কৃষ্ণচূড়ার তলায়।
দখিনা হাওয়া ছড়িয়ে দিতো কৃষ্ণচূড়া পাপড়িগুলো আমার গায়ে।
আমার কোন বাড়ি নেই
গাছ লাগানোর,পরিবেশ বাচানোয় আমি অক্ষম।
ঠিকানাঃ মিরসরাই, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.