গাঢ় নীল তিল
অরূপ কুমার বড়ুয়া
প্রিয়তমা সামলে রাখ তোমার
বুকের মাঝখানে শুকতারার মত তিলকে-
আমার দৃষ্টি বিমোহিত এক পলকে
কামনায় দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত
তৃষ্ণারা চক্ষু থেকে সারিবদ্ধ পিপড়ার
মত এগিয়ে চলেছে ঠোঁটের কাছে
জানিনা কি রসায়ন এই ছোট্ট তিলে।
সবখানেই জাগায় তৃষ্ণা
কামনায় শিহরণ তোলে শরীরময়
কবিরা তৃষ্ণার্ত হয় অবলীলায়
কামনায় জ্বলে প্রেমিকের মন।
কখনো ঠোঁটের নীচে
কখনো চিবুকে উজ্জ্বল হয়
হাসির ছটায়, কি এক আকর্ষণে
পাগল করে তোলে দেহমন
ভোরের আকাশের শুকতারা
গাঢ় নীল তিল।
----------------
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.