গুমোট পৃথিবীর খাটিয়ায় বসা শয়তান
মোস্তফা হায়দার
রাস্তার পাশ ধরে হাঁটছে ইলিশ মাছ
চতুর্পাশ থেকে চোখগুলো হয়েছে জমাট
গুমোট পৃথিবীর খাটিয়ায় বসা শয়তান
যন্ত্রণা আর কৃচ্ছতায় বাতাসের ক্রন্দন!
কইমাছের প্রাণ ভেবে মলামাছকে করে নিমন্ত্রণ
দুটোকে খেতে চায় বোয়ালমাছের দুঠোঁট!
শোলমাছ আর বাইন মাছ গোঁ ধরে বসে আছে
সুযোগ পেলেই ধরে বসবে পুঁটিমাছের খচড়া!
মাছেদের মিছিল বড় হতে চলেছে ডাঙার জলে
জলের রঙ দেখে মাছেরা ভিন্নতা খোঁজে
কৃত্রিম পোষাকে সাজে নির্যাতন প্রতিরোধে
তারাও বলতেছে- বাঁচার অধিকার চায়!
আহা! হঠাৎ বৃষ্টির জলে সব গেছে ভেসে
স্বপ্নের ইচ্ছেকে আড়াল করে মহাবঙ্গের দিকে!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.