গোধূলি সন্ধ্যা
রোকসানা ইসলাম
সূর্যটা এখন হাতের মুঠোয়
তীর্যক রশ্মি লাগছে গাল
দক্ষিণের মৃদু বায়ুতে উড়ছে ঘুড়ি
নীড়ে ফিরছে মোষের পাল।
একঝাঁক পাখি বসেছে বাঁশঝার
কিচিরমিচির ডাকে সন্ধ্যার আহবান
নদীর পানিতে ডুবন্ত লাল আভা
ছুটছে যেনো মেঘের খাম।
যুবতীর টসটসে ঠোঁটের আবির
মিশেছে যেনো দূর সীমানায়
এলোমেলো চুলে বেখেয়ালি দৃষ্টি
চোখের কাজলের ঝিলিক মিষ্টি।
বৃদ্ধার চোখ খুঁজেছে ব্যাকুল
খোয়া গেলো নাকি ছোট্ট বাছুর
একদল কিশোর তুমুল প্রতিযোগিতায়
পায়ে বল ছুঁয়ে দেওয়ায় মশগুল।
গোধূলি সেজেছে নব বধু রূপে
লাল সূর্য ঘোমটার আবরণে
কবি লিখছে কবিতা অপরূপ
দেখে সন্ধ্যার মায়াবী যুবতী রূপ।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.