ঘুঘুর অপারেশন সার্চলাইট
খুরশীদ জাহান রুপা
আশা এবং মনিরা দুজন খালাতো বোন। মনিরা আশার চেয়ে ৭ বছরের বড়। কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক সম্পর্ক বান্ধবীর মতো। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে আশা মনিরাদের বাড়ীতে বেড়াতে আসে।মনিরা পাখি অনেক পছন্দ করত। মনিরা সবসময় পাখি ধরতে চাইত এবং পাখির বাসা খুঁজে খুঁজে বের করত। এবার খালাতো বোন আশা বেড়াতে আসায় মনিরা অনেক খুশি হলো এবং দুজন মিলে পাখির বাসা খুঁজতে লাগল।
আশা আর মনিরা পাখির বাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ মনিরাদের শিম গাছের দিকে মনিরার চোখ পড়তেই দুজনে খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তারা দেখতে পেল একটা ঘুঘু পাখি বাসায় দুটি ছোট ছোট সুন্দর ছানা নিয়ে বসে আছে। এটা দেখে খুশিতে দুই বোন একে অপরকে জরিয়ে ধরল।
মনিরা বলল, আশা আমাদের ঘুঘু অপারেশন শুরু। এখন আমাদের কাজ এই ঘুঘুগুলো ধরা ও এদের কে লালন পালন করা।
~ আশা বলল, ঠিক বলেছ আপু। আপু আমাদের এ অপারেশনের কি নাম দেওয়া যায়? তুমি বলো।
এরপর মনিরা কিছুক্ষণ ভেবে বলল, এ অপারেশনের নাম অপারেশন সার্চলাইট দিলাম।
তারপর আশা বলল, আচ্ছা আপু।নামটা কিন্তু দারুণ হয়েছে। আর দেরি না করে চলো আমরা অপারেশনে নেমে পড়ি।
~ মনিরা বলল, আচ্ছা।
এরপর দুইজনে মিলে তাদের অপারেশন সার্চলাইটে নেমে পড়ল। তারপর দুই বোনে মিলে মা ঘুঘু এবং তার বাচ্চা দুইটি অনেক কষ্টে ধরতে সক্ষম হলো।
~ ঘুঘু ধরার খুশিতে তারা চিৎকার দিয়ে উঠল এবং আওয়াজ করে বলল, আমাদের অপারেশন সার্চলাইট সাকসেসফুল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.