চট্টগ্রাম এ চলছে শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব ২০২২ ইং
প্রতিবেদক:- কবি সেলিম তালুকদার আকাশ
চলবে ১৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত।
সবকিছুতেই চট্টগ্রাম এগিয়ে এ কথা অস্বীকার করার মতো কোন উপায় নেই। চট্টগ্রাম তথা বাংলাদেশে শিশুসাহিত্য নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত লেখক ও সফল সংগঠক কবি রাশেদ রউফ তাদের মধ্যে অন্যতম। তাঁর আন্তরিক সহযোগিতায় শিশুসাহিত্যিকরা চট্টগ্রাম এ সবর ও অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে। তার ই ধারাবাহিকতায় বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি আয়োজিত, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হল রুমে চলছে ৫ দিন ব্যাপী উৎসব। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত মুখরিত থাকবে লেখকের আড্ডায়। আপনিও চলে আসুন এই সাহিত্য উৎসবে। মেলার বিশেষ আকর্ষণ ৩০% কমিশনে বই কেনার সুবর্ণ সুযোগ। ছাত্র ছাত্রীদের জন্য শৈলী প্রকাশন দিচ্ছে বিশেষ সুযোগ ৫০% কমিশন।
আসুন আর মেতে উঠুন লেখকদের সাথে আড্ডায়, আর আপনার প্রিয় লেখকদের বই সংগ্রহ করুন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.