চল দ্বীনের পাগল হই
মোহাম্মদ শিমুল ঢালী
নামাজেতে ডাকি যখন
হও খুবই বিরক্ত,
আড্ডারুর ভালোবাসায়
হয়ে আছিস সিক্ত।
সারাদিনের সিয়াম শেষে
আড্ডায় খুঁজিস শান্তি,
কখনো ভেবে দেখেছিস?
এসব মনের ভ্রান্তি!
নামাজেতেই আছে রে ভাই
দুনিয়ার সব চাওয়া,
নামাজ পড়েই স্রষ্টার সাথ-
চাইলে যাবে পাওয়া।
সব ছেড়ে চল পাল্টে ফেলি
মোদের জীবনধারা,
রবের তরে, দ্বীনের তরে
মন হোক পাগলপারা।
হে দয়াময় বিশ্ব-মালিক
দাওগো হেদায়াত,
কঠিন দিনে পাই গো যেন
তোমার সোহবত।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.