

বইয়ের নাম: চেচেন বীরাঙ্গনা (রুশ-চেচেন যুদ্ধে নারীদের ভূমিকা)
লেখক: পল জে. মারফি
অনুবাদক: Azmin Akther Eva
প্রকাশনী: Fountain Publications
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
মুদ্রিত মূল্য: ৬০০৳
ছবি এবং রিভিউ: আতিয়া মাহজাবিন
● ভূমিকা ও প্রেক্ষাপট:
উত্তর ককেশাসের অন্তর্গত ছোট্ট এক ভূখণ্ড চেচনিয়া। ককেশাস অঞ্চল হচ্ছে কৃষ্ণ সাগর ও কাশপিয়ান সাগরের মধ্যবর্তী এক বিশাল পর্বতময় এলাকা। অনলাইনের জগতে স্ক্রল করার সময় অনেকেই হয়তো শুনেছেন পাহাড়ে ঘেরা এই দেশের নাম। তবে খুব কম মানুষই এই দেশের ইতিহাস জানে। হাতে গোনা কিছু লোক জানে এখানকার মানুষের ক্রমাগত বয়ে আসা যন্ত্রণা আর তাদের অবিশ্বাস্য সাহসিকতার গল্পগুলো সম্পর্কে।
চেচনিয়ার মানুষেরা শতাব্দী কাল ধরে স্বাধীনতার জন্য লড়েছে। রুশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, আধুনিক রাশিয়ার মতো সাম্রাজ্যবাদী দৈত্যাকার শক্তির সামনে দাঁড়িয়ে বারংবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই ক্ষুদ্র মুসলিম জাতিটি স্বাধীনতার দাবি তোলে। এই দাবিকেই যুদ্ধের ভয়াবহতায় রূপান্তরিত করে রুশ সামরিক শক্তি। ১৯৯০ এর দশকে তা রূপান্তরিত হয় দুটি ভয়ঙ্কর যুদ্ধে, যা এই অঞ্চলের সামাজিক কাঠামো, রাজনৈতিক বাস্তবতা ও সংস্কৃতিকে ছিন্নভিন্ন করে দেয়। শহরগুলো রূপান্তরিত হয়েছিল ধ্বংসস্তূপে। কিন্তু, এত কিছুর মাঝেও যে চেচেন জনগণের জাতিসত্তা, ঐতিহ্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বিলীন হয়ে যায়নি বরং সময়ের সাথে সাথে আরো দৃঢ় হয়েছে। এই যুদ্ধগুলোতে সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল নারীরা। তারা হারিয়েছিল স্বামী, সন্তান, ভাই, বাবা । প্রত্যেকেই যার যার জায়গা থেকে পালন করেছেন তাদের দায়িত্ব । কেউ চিকিৎসক, কেউ বা সাংবাদিক, কেউ আবার অস্ত্র তুলে নিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। এই বই ইতিহাসের সেইসব সাহসী চেচেন নারীদের কথা তুলে ধরেছে। যুদ্ধকালীন সময় থেকে শুরু করে রাজনৈতিক দমন, অপহরণ , গুম, প্রতিটি ক্ষেত্রেই যারা এই যুদ্ধে ছিল সামনের সারিতে; যা ইতিহাসে বিরল।
● আলোচিত বিষয়সমূহ:
বইটিতে চেচনিয়া নারীদের ইতিহাস ও ঐতিহ্য এবং যুদ্ধকালীন সময় তাদের সাহসী ভূমিকা কথা তুলে ধরা হয়েছে। ইতিহাস, ঐতিহ্য যদি একখানা বৃক্ষ হয় , তবে সেই বটবৃক্ষের একদম মূল থেকে আলোচনা করা হয়েছে বইটিতে। সমাজে ঐতিহ্যবাহী চেচেন নারীদের অবস্থান থেকে শুরু করে সমাজের পরতে পরতে তাদের অংশগ্রহণ , অবদান, যুদ্ধের সূচনা, যুদ্ধকালীন সময়ে নারীদের সাহসী অবস্থান , বোনদের জোট থেকে ছাই হতে ফিনিক্স পাখির ন্যায় রূপান্তরের ইতিহাস গাঁথা আছে এতে। সুবিধার্থে সূচিপত্রের ছবি দেওয়ার চেষ্টা করব।
● পর্যালোচনা ও মন্তব্য:
ইতিহাসের প্রতিটি ভয়ংকর যুদ্ধে নারী-পুরুষ উভয়েরই অবদান থাকে। নতুবা একটি দেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয় না। তবে স্বাধীনতা অর্জনের পরে ভুলে যাওয়া হয় স্বাধীনতা অর্জনের পিছনে থাকা ভয়ংকর গল্পগুলোকে। ইতিহাসের অনেক বই পড়া হয়েছে। তবে তাতে চেচেন নারীদের মতো সাহসী নারীদের সাক্ষাত খুব কমই হয়েছে। এর একটি কারণ হয়তো এও যে, যুদ্ধসমূহে নারীদের বীরত্বপূর্ণ অবস্থান পরবর্তীতে ইতিহাসে জায়গা পায় না। যুদ্ধে বাবা, ভাই কিংবা স্বামী হারিয়ে একহাতে সংসার, অন্য হাতে রণাঙ্গন সামলানো নারীরা থেকে যায় পর্দার আড়ালে। এই বই সেই রীতির সম্পূর্ণ বিপরীত। চেচেন নারীদের হাজারো সাহসিকতার সংকলন এটি। পরিস্থিতির কঠোরতায় ইতিহাসের অপরাধ জগতে নারীদের প্রবেশ থেকে শুরু করে যুদ্ধকালীন সময়ে তাদের আত্মত্যাগ, সাহসিকতার বারুদজ্বালা গল্প আসর জমিয়েছে এই বইয়ে। আর মন্তব্যের প্রসঙ্গে আসলে, ইতিহাসের ডকুমেন্টারি বই হিসেবে অসাধারণ। বই পড়াকালীন সময়ে একবার ও মনে হয়নি অনুবাদ করা বই। অনুবাদের মান আমি সর্বোচ্চ দিব। নিঃসন্দেহে অনুবাদিকা প্রশংসার দাবিদার। বইয়ের ভেতরের ইতিহাস থেকে শুরু করে বুক বাইন্ডিং, কভার, পৃষ্ঠা , সবকিছুই পারফেক্ট লোভনীয়। ও হ্যাঁ! আরেকটা সার্টিফাইং বিষয় আছে । বইয়ের শেষে রেফারেন্স আছে। ইতিহাসের বইয়ে যেটা ছাড়া আমি অসম্পূর্ণ অনুভব করি।
● পাঠ অনুভূতি:
প্রথমত বইয়ের উপর উল্টা খেয়ে পড়ছিলাম বুক বাইন্ডিং আর কভার দেখে। সেই সাথে সাথে অনুবাদিকা আপুর ছোট ছোট কাটিং অংশ তো ছিলই! এত্তো থ্রিলিং লেগেছিল অংশগুলো! পরবর্তীতে বই একজন বড় আপাই গিফট করেন। জাজাকিল্লাহ, ওনাকে। আর বই পড়ে আমি সন্তুষ্ট। বইয়ের ভায়োলেন্স আমার কাছে তেমন কিছু লাগে নাই । তবে নির্যাতনের ব্যাখ্যা আছে কিছু জায়গায়। ইতিহাসের বই হিসেবে যা অতি স্বাভাবিক। যাদের অতিরিক্ত হার্ট দুর্বল তাদের জন্য বললাম। কারণ যখন আজমিন আপু কাটিং অংশগুলো দিতেন, তখন অনেকেই নিচে বলতেন যে, ভায়োলেন্স দেওয়া দরকার। এজন্যই বলে দিলাম। তাছাড়া বই ফাটাফাটি। অনেকদিন পর এরকম একটা ডকুমেন্টারি বই পড়েছিলাম। আর ভেতরে এত লোভনীয় লোভনীয় কথা আছে! যাই হোক, প্যাচাল শেষ করি? বই সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক এত সুন্দর একটা ডকুমেন্টরি টাইপের বই লেখা এবং অনুবাদ করার জন্য। ওহ্হোওওও, বইটি এসেছে দোস্তে কুতুব হতে। এক্কেবারে যত্নে মোড়ানো ছিল।

[caption id="attachment_14002" align="alignnone" width="1280"]
চেচেন বীরাঙ্গনা বইয়ের রিভিউ, ছবি[/caption]
[caption id="attachment_14003" align="alignnone" width="1280"]
চেচেন বীরাঙ্গনা বইয়ের ছবি[/caption]
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.