ছিনিয়ে আনবে স্বাধীনতা
কলমে রেবেকা সুলতানা
শান্ত ভাষা, বিদ্রোহী শব্দ,
কবির কাছে স্বাধীনতা তুমি!
দহন লাগেছে, বাঙালির মনে,
স্বাধীনতা ছিনিবে দেশের ক্ষণে।
যুদ্ধ লাগিলো পাক-ভারতে,
ভূখন্ড এবার আলাদা হবে।
মুজিবের ডাকে র্গজে উঠেছে,
সোনার দেশের সোনার ছেলে
বাংলার ঘরে ঘরে।
মাকে ছাড়িবে মায়ের ছেলে,
বোন হারালো ইজ্জত।তবুও,
তাদের দমাতে পারেনি হিংস্র মানব সব!
মা, বোনের তরে ছিনিয়ে আনবে
বাংলার স্বাধীনতা।
দেশের পতাকায় নাম লিখিবে
স্বাধীনতা, স্বাধীনতা।
স্বাধীনতা তুমি,
শামসুর রহমানের অজস্র সব কথা।
স্বাধীনতা তুমি,
জীবনানন্দ দাশের রূপসী বাংলার ছবি!
স্বাধীনতা তুমি,
লাখো শহীদের রক্তে লেখা মাতৃভূমির নাম।
স্বাধীনতা ছিনিবে বাংলার ছেলে,
বাংলাই তাদের মান।
দেশের মাটিতে লিখতে হবে,
স্বাধীন বাংলাদেশের নাম!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.