

ছোটবেলা ভালো
ফাতেমা আক্তার বিথী
ছোটবেলায় ছিলাম আমি 
ফুটফুটে এক শিশু, 
বুঝতাম না এই স্বার্থপর 
পৃথিবীর কিছু। 
মানুষের কষ্টে চোখ 
ভিজে যেত জলে, 
অবুঝ ছিলাম বলে। 
মানুষকে ভালোবাসতাম খুব করে, 
বুঝতাম না স্বার্থপরতার মানে।
চাকচিক্যের মায়ায় পড়তাম বারবার, 
মুখোশের আড়ালে লুকোনো 
মানুষেদের ইচ্ছে হয়নি জানার।
নুন পান্তা আনতাম ধার করে,
খেতাম তা পেট ভরে।
একাকিত্বতা কখনো 
আচঁ করতে পারেনি আমাকে,
কচিকাঁচাদের দলে যুক্ত ছিলাম বলে।
ছোট বেলায় ইচ্ছে ছিল 
হবো বড় আমি, 
বড় হয়ে চিনবো এই পৃথিবী। 
আজ বড় হয়ে হলো কি?
বিষাদে পুড়ছে বুক, 
বেড়ে চলছে একাকিত্বতার অসুখ।
নেই আগের মতো 
কচিকাঁচার মেলা,
অন্ধকার শহরে পড়ে রয়েছি একলা।
মানুষের কষ্টে এখন আর 
চোখ ভিজে না জলে,
বড় হয়ে গেছি বলে।
হতে চাইনি আমি এমন বড়,
সাধ্য থাকলে
আবারো হয়ে যেতাম ছোট। 
ছোট ছিলাম ভালো ছিলাম খুব, 
বড় হয়ে বেড়েছে শুধু দুঃখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.